বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র চলছে, লড়াই ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আন্দোলন করে দেশ আবারও স্বাধীন করতে হবে।
আজ রোববার সকাল ১১টার দিকে নয়া পল্টনে দলের কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, রাজপথে লড়াইয়ে বিজয় অর্জন করতে হবে।
তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে জীবন বাজি রেখে এই সংগ্রামে জাপিয়ে পড়তে হবে।
মির্জা ফখরুল আরও বলেন, ছোট খাটো বিষয়ে দলের মধ্যে সংঘাত সৃষ্টি করলে তাদের চিহ্নিত করে বহিষ্কার করা হবে। এ সময় নিজেদের মধ্যে একতাবদ্ধ হয়ে মাঠ থাকতে হবে।
৩৫ লক্ষ মানুষকে হত্যা ও গুম করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শতবাধা উপেক্ষা করে মানুষ গণ আন্দোলনে অংশ গ্রহণ করছে। তাই সামনে বিজয় নিশ্চিত।