পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ গলাচিপা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় গলাচিপা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে শংকর লাল দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস। এতে সকলের সম্মতিক্রমে প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশকে সভাপতি ও পৌর কাউন্সিলর সমীর কৃষ্ণ পালকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
সম্মানিত অতিথি ছিলেন- বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি তপন কুমার কর্মকার। প্রধান বক্তা ছিলেন- বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস। বিশেষ বক্তা ছিলেন- বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সমীর কর্মকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ গলাচিপা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সুমিত্র রঞ্জন সরকার।
এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন। দিপঙ্কর দেবনাথ গোপাল আহবায়ক, সঞ্জায় কুমার পালকে সদস্য সচিক করে ১১ সদস্য বিশিস্ট পৌর আহবায়ক কমিটি স্বাক্ষতির করেছেন জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ।