রাজনীতিতে এখন নষ্ট সময় চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। প্রেসক্লাবে অনুষ্ঠিত এই আলোচনার আয়োজন করে বিএনপি।
ফখরুল বলেন, ‘রাজনীতিতে এখন নষ্ট সময় চলছে।
বাংলাদেশের এ অবস্থায় মাওলানা ভাসানীকে স্মরণ করলে কিছুটা হলেও পরিত্রাণ মিলবে। ’
তিনি আরও বলেন, ‘দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করছে বিএনপি। আমাদের লক্ষ্যে পৌঁছাতে কারো সঙ্গে আপোষ করা যাবে না। বিএনপি নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জাতির অস্তিত্ব রক্ষা করতে হবে। আবার নতুন করে দেশের অস্তিত্বকে তৈরি করতে হবে।
‘বেগম জিয়া সরকার নির্যাতনে কারাবন্দী। ৩৫ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা। নতুন করে ৫শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। জনগণ ফুসে উঠছে, এর মাধ্যমে সরকারের পতন হবে। ’
বিএনপির মহাসচিব বলেন, ‘যে যত কথাই বলুক এবার বিজয় অর্জন করতে হবে এর কোনো বিকল্প নেই। কঠিন লড়াই জয়ী হতে হলে মাওলানা ভাসানীকে প্রতি মুহূর্তে স্মরণ করতে হবে। তা হলে সফল হওয়া যাবে। ’
আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, ‘আওয়ামী লীগের লোকজন উম্মাদ হয়ে গেছে। এবার স্বচ্ছ ভোট হবে, সবার ভোট সবাই দিবে। কোনো হস্তক্ষেপ থাকবে না। যত বাধাই আসুক না কেন ১০ তারিখে ঢাকায় সমাবেশ হবে। ’
বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করেছে। দেশের অবস্থা খারাপ করেছে। সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। দেশের মানুষকে জিম্মি করে তারা ক্ষমতায় টিকে আছে। ’