মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ব্যবসায়ী রুবায়েত রাসেল ও তার স্ত্রী তানজিনা আক্তার ইভা তাদের বাড়ি ও সীমানা প্রাচীর আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়ে এলাকায় সাড়া ফেলেছেন। দূরদূরান্ত থেকে প্রতিদিন লোকজন আসছেন ব্যতিক্রম বাড়িটি দেখতে।
ইতোমধ্যে বাড়িটি আর্জেন্টিনা বাড়ি নামে পরিচিতি পেয়েছে। ব্যবসায়ী রাসেল এবং তার স্ত্রী আর্জেন্টিনা দলের সমর্থক।
এই দম্পতি জানিয়েছেন, যতদিন খেলা হবে ততদিন খেলা দেখতে আসা সমর্থকদের আহারের ব্যবস্থাটাও তারাই করবেন এই আর্জেন্টিনা বাড়ি থেকেই।
বাড়ির মালিক রোবায়েত রাসেল ও তার স্ত্রী তানজিনা আক্তার ইভা জানান, তারা আর্জেন্টিনাকে ভালোবেসে বাড়িতে দেশটির পতাকার রঙে রাঙিয়েছেন। আর্জেন্টিনার খেলা দেখতে যারা এ বাড়িতে আসবে তাদের খাবারের ব্যবস্থা করা হবে।