বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের ছোট্ট মেয়ে আদিরা (৬)। রানির স্বামীও খ্যাতনামা পরিচালক, নাম আদিত্য চোপড়া। সচরাচর তারকাসন্তানরা সব জায়গাতেই আলাদা খাতির-যত্ন পায়। অনেক বাবা-মায়েরাও সেটাও চান।
তবে রানি- আদিত্য চোপড়ার সন্তানের ক্ষেত্রে দেখা গেছে উল্টোচিত্র। কন্যাকে ক্যামেরার সামনে নিয়ে আসার ব্যাপারটা একেবারেই পছন্দ করেন না অভিনেত্রী রানি মুখোপাধ্যায় এবং তার চলচ্চিত্র পরিচালক স্বামী। কিন্তু কেন? তার উত্তর জানালেন অভিনেত্রী নিজেই।
রানি জানান, স্পটলাইটে এনে বিব্রত করতে চান না। সে কারণেই আলোকচিত্রীদের থেকে দূরে রাখেন আদিরাকে।
রানি আরও জানান, মেয়েকে সাধারণভাবে বড় করতে চান। সচেতন করে দিতে চান না এই বলে যে, ওর বাবা-মা সফল তারকা।
অভিনেত্রী আরও জানান, আদিরা তার স্কুলে বিশেষ খাতির-যত্ন পাক, তা-ও চান না তিনি। আর পাঁচ জন শিশুর মতো স্বাভাবিক শৈশব নিয়ে বড় হোক মেয়ে, তা-ই চান নায়িকা।
রানির কথায়, ‘আমি চাই জনসমক্ষে বের হোক আদিরা। লোকে চিনতে পেরে প্রতিনিয়ত ছেঁকে ধরলে ছোটবেলার আনন্দটাই মাটি। খুশি মতো ঘুরুক, ফিরুক। নিজের মতো করে জীবন উপভোগ করুক ও। ‘
সূত্র: আনন্দবাজার পত্রিকা।