রাজধানীর খিলগাঁও থেকে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন গোলাপ মিয়া (৩৮), কবীর মীর (৩৩), আবু বকর (৩২) ও মাকছুদা আক্তার (৩০)। তাদের কাছ থেকে সাতটি মোবাইল ফোনসেট ও দেড় হাজার টাকা জব্দ করা হয়েছে।
গোলাপ মিয়া ওই চক্রের প্রধান।
র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, চক্রটি প্রথমে সাধারণ কাউকে টার্গেট করে তাদের সঙ্গে পরিচিত হতো এবং আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলত।
এক পর্যায়ে ওই ব্যক্তিকে দাওয়াত দিয়ে বাসায় ডেকে কোনো ঘরে বসতে দিয়ে সেই ঘরে নারী ঢুকিয়ে দরজা বন্ধ করে দিত। এরপরে তাকে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করত। চাহিদামতো টাকা না পেলে ভিকটিমকে মারধরও করতেন চক্রের সদস্যরা। তাঁরা দীর্ঘদিন ধরেই এভাবে চাঁদাবাজি করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন