নেত্রকোণায় “শেখ হাসিনা জেলা ভিত্তিক অনূর্ধ্ব-১৫ ক্রিকেট খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ-২০২২” উদ্বোধন হয়েছে।
আজ সকালে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় নেত্রকোণা জেলা মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় নেত্রকোণা দত্ত উচ্চ বিদ্যালয়ে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুন্নেছা আশরাফ দীনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মহিলা ক্রিড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী ফিরোজ করিম নেলি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ক্রিড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মরিয়ম তারেক, পূরবি মজুমদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান কবির সাজু।
পরে পনের দিনব্যাপী খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ পরিচালনার জন্য বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জেলা ক্রীড়া সংস্থার নিকট ১ লক্ষ ২৫ হাজার টাকার চেক ও ক্রীড়া সরঞ্জাম হস্তান্তর করা হয়। প্রশিক্ষণে বিভিন্ন বিদ্যালয়ের ত্রিশজন খেলোয়ার অংশ নিচ্ছে।