আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ পাওয়ার বিষয়ে আজ বুধবার (৯ নভেম্বর) সাংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, ‘বেলা সাড়ে ৩টা থেকে ৪টার দিকে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন অর্থমন্ত্রী। ’
এ সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি দলও উপস্থিত থাকতে পারে।
৪৫০ কোটি ডলার ঋণ চেয়ে গত ২৪ জুলাই ঋণ চেয়ে আইএমএফকে চিঠি দেয় বাংলাদেশ।
ঋণ দেওয়ার বিষয়ে আলোচনা করতে আইএমএফ’র একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে ২৬ অক্টোবর। মঙ্গলবার (৮ নভেম্বর) পর্যন্ত অর্থবিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ব্যাংক, অর্থনৈতিক সর্ম্পক বিভাগ, বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনসহ বেশ কিছু সরকারি-বেরসকারি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছে তারা।
বুধবার বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত বৈঠক করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে। বৈঠকের পরেই ঋণ পাওয়ার অগ্রগতি ও সার্বিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন অর্থমন্ত্রী।
অর্থনৈতিক সংকটের মুখে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দ্বারস্থ হওয়া বাংলাদেশের জন্য এবারই প্রথম নয়।
তবে ইতিহাসে এবারই সর্বোচ্চ ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ। এ ঋণ নিয়ে এখন আইএমএফ এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা হয়েছে।
গণমাধ্যমে খবর এসেছে, আইএমএফ বাংলাদেশকে শর্ত দিয়েছিল জ্বালানি খাতে ভর্তুকি তুলে নেওয়ার জন্য। এ জন্য সরকার এক লাফে জ্বালানি তেলের দাম ৫১ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। অতীতেও ঋণ দেওয়ার সময় ভর্তুকি তুলে নেওয়া এবং নানা ধরনের সংস্কারের শর্ত বাংলাদেশকে মানতে হয়েছিল। বাংলাদেশ প্রথমবার ঋণ নিয়েছিল ১৯৭৪ সালে।
আইএমএফের ওয়েবসাইটে দেওয়া তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ঋণের জন্য সংস্থাটির কাছে বাংলাদেশ সবচেয়ে বেশি গিয়েছে ১৯৮০ সাল থেকে ১৯৯০ সালে। এই ১০ বছরে বাংলাদেশ আইএমএফের কাছ থেকে পাঁচবার ঋণ নিয়েছে।