বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, দেশবিরোধী শক্তিকে মোকাবেলা করতে প্রস্তুত আছে যুবলীগ। আওয়ামী লীগের সাথে রাজপথে থেকে দক্ষিণ এশিয়ার এই সর্ববৃহৎ যুব সংগঠনটি মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখবে।
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১ই নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ সফল করতে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
যুবলীগ চেয়ারম্যান বলেন, দেশে মুক্তিযুদ্ধের চেতনাকে সজাগ রাখতে কাজ করে যাচ্ছে যুবলীগ। মনে রাখতে হবে এই যাত্রায় পা পিছলে গেলে মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে যাবে।
১১ নভেম্বর শুধু যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী নয় একটি আদর্শের সম্মেলন হবে। অপশক্তিকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে বলেও জানান শেখ ফজলে শামস পরশ।