আগুন সন্ত্রাসের ষড়যন্ত্র করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘বিএনপির আন্দোলনকে স্থবির করতে আবারও আগুন সন্ত্রাসের ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। ’
মঙ্গলবার (৮ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের র্যালির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।
খসরু বলেন, ‘কারা আগুন সন্ত্রাসের সঙ্গে জড়িত, বিএনপির কাছে এসবের সকল তথ্য প্রমাণ রেকর্ড আছে।
দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আগুন সন্ত্রাসীদের বিচারের সম্মুখীন করা হবে। ’
তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনে যোগ দিতে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে, সমাবেশে যোগ দিচ্ছে। সেখানে বিএনপির সন্ত্রাস করার প্রয়োজন নাই। ’
এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না জানিয়ে এই বিএনপি নেতা বলেন, ‘এই সরকারের অধীনে কোন নির্বাচন হতে দেওয়া হবে না এমন সিদ্ধান্তেই বাংলাদেশের মানুষ রাস্তায় নেমেছে। ’