তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, গাধা যেমন পানি ঘোলা করে খায়, একইভাবে বিএনপিও নানা কথা বললেও শেষ পর্যন্ত তারা নির্বাচনে যাবেই। বিএনপির অনেক নেতারা এখন থেকেই নির্বাচনে যাওয়ার জন্য অপেক্ষা করে আছে। তাদের নামও আমরা জানি।
রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, খালেদা জিয়া শুধুমাত্র প্রধানমন্ত্রীর বদান্যতায় জেলের বাইরে আছেন, যেটা পৃথিবীতে বিরল। কিন্তু তারা যদি এটাকে সরকারের দুর্বলতা মনে করে তাহলে সেই বদান্যতা দেখানোর প্রয়োজন আছে বলে মনে করিনা।
মন্ত্রী বলেন, বিএনপি নেতারা প্রধানমন্ত্রীকে অসম্মান করে কথা বলে, এসব কারণেই প্রধানমন্ত্রী বলেছেন বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠানো হবে।
এর আগে গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি বেশি বাড়াবাড়ি করলে খালেদাকে আবারো জেলে পাঠিয়ে দেবো।
এদিন প্রধানমন্ত্রী বলেন, ২১ আগস্টে গ্রেনেড হামলায় আইভি রহমানসহ শত শত নেতাকে হত্যা করেছে বিএনপি। প্রকাশ্য দিবালোকে ১৩টি গ্রেনেড ছুড়ে মারা হয় আওয়ামী লীগের সমাবেশে। ২১ আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে খালেদা ও তারেক জড়িত তাতে কোনো সন্দেহ নেই। তারা বলে, আমি নাকি ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলাম। এটা সম্ভব?