জেলহত্যা দিবসকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবি বাস্তবায়ন সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের বিষয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে জেল হত্যা দিবস উপলক্ষে জাতীর পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন শেষে এ কথা বলেন কাদের। এসময় তিনি বলেন- দেশে হত্যা, সন্ত্রাস ও রাজনৈতিক ষড়যন্ত্রের মূলহোতা বিএনপি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই দেশ থেকে হত্যা, সন্ত্রাস চিরতরে বন্ধ করতে হবে।
এসময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, শুধু বঙ্গবন্ধু হত্যা নয়, জাতীয় ৪ নেতা হত্যাকাণ্ডেও জিয়া জড়িত। ৩ নভেম্বরের হত্যাকাণ্ডের সময় জিয়া তখন কার্যত ক্ষমতায় ছিলেন। বাংলাদেশে চরম মানবাধিকার লঙ্ঘন করেন জিয়া, খালেদাও পরে সেটা অব্যাহত রাখেন।
এর আগে জেল হত্যা দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকাল ৭টার দিকে প্রথমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে শেখ হাসিনা দ্বিতীয়বার শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী ধানমন্ডি ৩২ ভবন ছেড়ে গণভবনে গেলে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা জানান।