মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, সংবিধান ধ্বংসের জন্য দায়ী জিয়াউর রহমান ও এরশাদ। তিনি বলেন, রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না। ধর্ম নিরপেক্ষতা হতে পারে রাষ্ট্রের স্তম্ভ।
বুধবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে সাংবিধানিকতাকে হত্যা করা হয়েছিল।
জিয়াউর রহমান শপথ নিয়েছিলেন জান দিয়ে রাষ্ট্রপতিকে বাঁচাবে। অথচ, তিনি সেনা কর্মকর্তাদের বলেছিলেন গো এহেড। আদালত জিয়া সরকারকে অবৈধ ঘোষণা করেছিলো। তাহলে সেই জিয়ার দল বিএনপিও অবৈধ।
এসময় বিশেষ বক্তা হিসেবে এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, বঙ্গবন্ধু আইনের শাসনকে বিশ্বাস করতেন। তাকে হত্যার পর দেশের জাতীয়তাবাদ নষ্ট করা হয়, সংবিধানকে পরিবর্তন করা হয়েছিল। আজ যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে তারা ১৯৭১ সাল থেকেই ষড়যন্ত্র করে আসছে।