পারলো না বাংলাদেশ। আবার তীরে এসে তরি ডোবার আক্ষেপে পুড়ল টাইগাররা। লিটন দাসের বিধ্বংসী শুরুর পর বাংলাদেশ সমর্থকরা বড় স্বপ্ন দেখতে শুরু করেছিল। সেটা সেমিফাইনালের।
এরপর সাত ওভার শেষে যখন অ্যাডিলেডে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো তখন তো বৃষ্টি আইনে এগিয়ে সাকিবের দলই! বৃষ্টির কারণে ম্যাচ যদি আর মাঠে না গড়াত ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১৭ রানে ম্যাচ জিতত বাংলাদেশ।
তবে বৃষ্টি সহায় হয়নি বাংলাদেশের। খেলা আবার শুরু হলো। বাংলাদেশের সামনে নতুন লক্ষ্য দাঁড়াল ১৫১ রান। ১৬ ওভারে এই রান করতে হতো সেমিফাইনাল স্বপ্নের ফানুস ওড়াতে। তবে শেষের দিকের এই সমীকরণ আর মেলানো সম্ভব হয়নি বাংলাদেশের পক্ষে। টাইগারদের ইনিংস থামে জয় থেকে মাত্র ৫ রান দূরে থাকতে।
বিস্তারিত আসছে…