তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিএনপির আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
বুধবার (২ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি একথা বলেন। খন্দকার মোশাররফ বলেন, যতই বাধা আসুক না কেন, আগামীতে সরকার বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জোবাইদা রহমান এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে উত্তর মহানগর বিএনপি।
সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতেই তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তারা বলেন, এর বিএনপির আন্দোলনের প্রতি সরকারের ভয় ও দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে।