ঢাকা জেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি বেনজীর আহমদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
মঙ্গলবার (১ নভেম্বর) বিকালে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন দলের নেতাকর্মীরা। ২৯ অক্টোবর বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে পুরানো বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নতুন করে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
টানা তৃতীয়বারের মতো ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন বেনজীর আহমদ। তবে নতুন সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ এর আগে ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।