বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুরে জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের আহবায়ক প্রার্থী জিএস মোঃ ফিরোজ মিয়া’র নেতৃত্বে রাতের প্রথম প্রহর ১২.০১ মিনিটে কেক কাটা,সেচ্ছাই রক্ত দান, আনন্দ র্যালী, দুস্থদের মানুষের মাঝে খাদ্য বিতরণ,আলোচনা সভা ও দোয়া মাহফিল ও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
বৃহস্পতিবার ২৭ অক্টোবর সকালে স্থানীয় শহরের নিরালা পার্কিং সংলগ্ন বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে থেকে মোঃ ফিরোজ মিয়া’র নেতৃত্বে এক বিশাল আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সকাল বাজার কালীঘাট গিয়ে ঐখান থেকে পুনরায় আনন্দ র্যালীটি দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ র্যালী ও সমাবেশে বক্তব্যে রাখেন জামালপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি জিএস মোঃ ফিরোজ মিয়া, এসময় শহর যুবদলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম শফিকুল,সদস্য সচিব মোঃ জিয়াউল হক জিয়া, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, তাইফুল ইসলাম, মাদারগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আহসানউল্লাহ বুলবুল,শহর যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম নীলু,গোলাম মোস্তফা, আলতাফ হোসেন মন্ডল, জেলা যুবদলের সাবেক সমবায় বিষয়ক সম্পাদক মোঃ মোখলেছুর রহমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য খোরশেদ লোহানী,সদস্য আব্দুল কাদের জুয়েল, সাহিত্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য আব্দুল জব্বার,দীন ইসলাম,যুবদল নেতা শহিদুল হাসান শিল্পী, মনোয়ার হোসেন মুক্তি,মোঃ আসলাম মিয়া,শাহ মোঃ বাবলা, ফেরদৌস হোসেন মিল্টন,মুসলিম উদ্দিন, আক্তার হোসেন, আপন গাজী, শফিক, মুন্না, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শান্ত, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সবুজ, কামরুল ইসলাম কাবুল, ইসলামপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন সুজন, মনির খান লোহনী,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান,গন শিক্ষা বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান রনি, যুব নেতা মাসুূুদুজ্জামান বিশু, জেলা ছাত্রদলের সহসভাপতি জিল্লুর রহমান জনি,শহর যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী জনি, সাবেক ছাত্রদল নেতা আবু সায়েদ রয়েল,রেজানুর রহমান টুটুল, আরিফুল ইসলাম, সোহানুর রহমান সোহান, সাইফুল ইসলাম রবিন, ফিরোজ উদ্দিন কাফী,নবাব আলী,আজাদ হোসেন, নুর ইসলাম, সালমান, নজরুল, আঃ রশিদ, মঞ্জু সহ জেলা, শহর,সদর উপজেলা,বিভিন্ন উপজেলা যুবদলের,ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এতে অংশ গ্রহণ করেন।