রংপুরে বিএনপির গণসমাবেশ শুরু হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ সমাবেশ শুরু হয়। রংপুর কালেক্টরেট মাঠে পবিত্র কোরান থেকে তেলাওয়াতের মাধ্যমে নগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামুর সভাপতিত্বে এই সমাবেশ শুরু করা হয়।
মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. এ জেড জাহিদ হোসেন ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলুসহ কেন্দ্রীয়, রংপুর বিভাগীয় ও জেলা এবং রংপুর নগর নেতারা।
একে একে স্থানীয় বিএনপির নেতারা বক্তব্য দিচ্ছেন।
সমাবেশে যোগ দিতে বিএনপির হাজারো নেতা-কর্মী রংপুর কালেক্টরেট মাঠে সমবেত হয়েছেন। ঈদগাহ মাঠে শনিবার সকাল থেকেই কানায় কানায় ভরে যায়। রংপুর বিভাগের ৮ জেলাসহ আশেপাশের জেলাগুলো থেকে নেতা-কর্মীরা গতরাতেই এসেছেন। অনেকেই এই মাঠে রাত্রিযাপন করেছেন।
আরও পড়ুন..