বিএনপির নিজেদের আমলে শুধু খাম্বা দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘নিজেদের আমলে তারা কোনো বিদ্যুৎ না দিয়ে শুধু খাম্বা দিয়েছে। তারা এখন সরকারের বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে কথা বলে। তাদের কথায় মানুষ হাসে
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘বিশ্ব পরিস্থিতির কারণে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হয়েছে সরকার। উন্নত বিশ্বেও এমনটা হয়েছে। বাংলাদেশ বিচ্ছিন্ন কোনো রাষ্ট্র না। বিএনপি বিদ্যুতের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। ’
জামায়াতে ইসলামের ভিন্ন নামের নিবন্ধন নিয়ে হাছান মাহমুদ বলেন, ‘তারা যদি ভিন্ন খোলসে, ভিন্ন নামে নিবন্ধন নিতে চায় তাহলে সে বিষয়টা নির্বাচন কমিশন নিশ্চয়ই দেখবে। কোনো দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের কাছে যেতেই পারে। তারা নিবন্ধন পাবে কি পাবে না সেটা দেখার দায়িত্ব কমিশনের। ’
তিনি আরও বলেন, ‘বিএনপির সমাবেশকে ঘিরে সরকারের বাঁধা দেওয়ার কোনো কারণ নাই। সরকার কোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক পথকে নিশ্চয়ই বন্ধ করবে না। কিন্তু বিএনপির জ্বালাও পোড়াও এর ভয়ে বাস মালিকরা যদি যানবাহন বন্ধ করে সেক্ষেত্রে সরকারের কিছু করার নাই। ’