বলিউড বাদশাহ শাহরুখ খান-গৌরি দম্পতির কন্যা অভিনেত্রী সুহানা খান সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে মা গৌরিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে এক্ষেত্রে সুহানা ২০২১ সালে নিজের একটি ইনস্টাগ্রাম পোস্ট কেবল পুনরায় শেয়ার করেছেন; যেখানে গৌরি এবং শাহরুখের একটি ছবি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি।
গত বছর পোস্টটির ক্যাপশনে সুহানা লিখেছিলেন, ‘শুভ জন্মদিন মা। ’ কিন্তু এ বছর সুহানা পুরোনো ওই পোস্টটিকেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন কেবল এবং সঙ্গে একটি হার্ট ইমোজি জুড়ে দিয়েছে।
গৌরি খান শুধুই বলিউডের বেতাজ বাদশার স্ত্রী নন, তার নিজেরও একটা মজবুত পরিচিতি রয়েছে। বলিউডের নামি প্রযোজক হওয়ার পাশাপাশি ইন্টেরিয়র ডিজাইনার, কস্টিউম ডিজাইনার এবং ফ্যাশন ডিজাইনার হিসেবেও যথেষ্ট পরিচিতি রয়েছে গৌরি খানের।
শাহরুখ খান শনিবার (৮ অক্টোবর) পরিবারের সঙ্গে স্ত্রী গৌরি খানের জন্মদিন উদযাপন করছেন।