জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জি এম কাদের। রওশন এরশাদ জাতীয় পার্টির অলংকারিক পদের নেতা বলে তার প্রশাসনিক ও সাংগঠনিক কোন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নেই বলে জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু।
শনিবার (৮ অক্টোবর) জাপা আয়োজিত এক সভায় এ কথা বলেন চুন্নু। তিনি বলেন, ৩০০ আসনে একক নির্বাচনে করতে চাওয়া জাতীয় পার্টির রাজনৈতিক কৌশল।দলের কে নেতা হবে বা না হবে সেটা দল নির্ধারণ করবে। এটা কারও ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয় নয়। আমরা মনে করছি না কারও সাথে জোটে যাওয়ার প্রয়োজন আছে। সেটা আওয়ামী লীগ বিএনপি কারও সাথেই না। সারাদেশেই দলকে সুসংগঠিত করার চেষ্টা করছে জাতীয় পার্টি।
চুন্নু বলেন, এখন পর্যন্ত আমরা স্থির করেছি ৩০০ আসনেই নির্বাচন করবো। নির্বাচনের আগে দেখা যাবে পরিস্থিতি কী দাঁড়ায়। সে অনুযায়ী ব্যবস্থাও নেয়া হবে। পার্লামেন্টে আমাদের রাজনীতি আলাদা। সেখানে আওয়ামী লীগের সাথে কোন জোট করার প্রশ্নই আসে না। এসময় মসিউর রহমান রাঁঙ্গা চিফ হইপ থাকার প্রশ্নই আসে না বলেও জানান চুন্নু।