শাকিব খানের সঙ্গে শবনম বুবলীর বিয়ে ও সন্তানের খবর প্রকাশের পর আরেক অভিনেত্রী পূজা চেরির সঙ্গে অভিনেতার সম্পর্কের গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
পূজা একসময় শিশুশিল্পী চরিত্রে বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন শাকিবের সঙ্গে। সেই সূত্র ধরে নেটিজেনরা মন্তব্য করে বসেছেন প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়েও। সবই দেখেছেন ‘চাচ্চু’ অভিনেত্রী দীঘিকে।
সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে দীঘি এ বিষয় নিয়ে কথা বলেছেন।
নায়িকা হওয়া প্রসঙ্গে দীঘি বলেন, ‘আমার মনে হয় না বিষয়টা খুব ইজি হবে। আমি একজনকে ছোটবেলায় চাচ্চু বলে ডেকেছি, বাবা ডেকেছি। তাঁর সঙ্গে শাড়ি মিলিয়ে নাচব-গাইব এটা পসিবল না। যাঁরা ছোটবেলায় তাঁর সঙ্গে কাজ করেননি তাঁদের জন্য ইজি হতে পারে, আমার জন্য না। আমি নিজে যেমন মানতে পারব না, দর্শকরা তো আরও মানতে পারবেন না।