নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক সুতা ব্যবসায়ীর কাছ থেকে ১৪ লাখ ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার গাউছিয়া মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
সাকিব ট্রেডার্সের স্বত্বাধিকারী বাতেন মিয়া জানান, তাঁর প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আলমগীর হোসেন গাউছিয়ার ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও এনআরবিসি ব্যাংক থেকে চেক ভাঙিয়ে ব্যবসায়ের ১৪ লাখ ২০ হাজার টাকা তুলে ঢাকা ব্যাংকের শাখায় জমা দিতে বের হন। এনআরবিসি ব্যাংকের সামনের প্রধান সড়কে ৫-৬ ছিনতাইকারী মাইক্রোবাস দিয়ে তাঁকে ধাক্কা দিলে পড়ে যান।
এ সময় আলমগীরের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।