পটুয়াখালীর গলাচিপায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত গলাচিপা সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির কমিটির আয়োজনে মন্দির আঙিনায় এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
চিকিৎসক দম্পতি শিশু বিশেষজ্ঞ ডা. রতন কৃষ্ণ সাহা ও গাইনী বিশেষজ্ঞ ডা. মুনমুন দাসের তত্ত্বাবধায়নে শতাধিক গরীব ও অসহায় নারী-শিশুদের ফ্রি গাইনী ও শিশু রোগীদের এই ক্যাম্পে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। গলাচিপা কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস দত্ত বলেন, শারদীয় দুর্গাপূজার দশমীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের মধ্য দিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির এক মিলনমেলায় পরিণত হয়েছে মন্দির আঙিনা।
আগামীতে আরও বড় পরিসরে এ চিকিৎসা সেবার আয়োজন করা হবে।