ভক্তদের জন্য ফের সুখবর নিয়ে আসছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি জয়া অভিনীত নতুন সিনেমা পেয়ারার সুবাস’ এর মুক্তির ক্ষণ চূড়ান্ত হয়েছে। পরিচালক নুরুল আলম আতিকের সিনেমাটি আগামী জানুয়ারিতেই নাকি মুক্তি পাবে।
‘পেয়ারার সুবাস’ সিনেমার শুটিং শুরু হয় প্রায় ছয় বছর আগে।
তবে মুক্তির তারিখ নিয়ে নানা নয় ছয়ের পর অবশেষে জানা গেলো মুক্তির ক্ষণ। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল নিশ্চিত করেন এ তথ্য।
প্রযোজনা প্রতিষ্ঠানের এ পরিচালক আরও জানিয়েছেন, নভেম্বরের শুরুতেই সপ্তাহে ‘পেয়ারার সুবাস’ ছবিটি সেন্সর ছাড়পত্রের জন্য দেওয়া হবে। তবে সেন্সর ছাড়পত্র হাতে না থাকায় মুক্তির দিন চূড়ান্ত করে বলা যাচ্ছে না। এদিকে সিনেমাটি যে ‘দুর্ধর্ষ ছবি’ হতে চলেছে- সেটা দাবী নিজেই করে বসেছেন অভিনেত্রী জয়া।
সম্প্রতি মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ‘বিউটি সার্কাস’ সিনেমাটি। টিজার প্রকাশের পর দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে এটা। অবশেষে গত ২৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তি পায়। এতে অভিনয় করেন জয়া আহসান, ফেরদৌস, এবিএম সুমন, তৌকির আহমেদ প্রমুখ।