“সময়ের অধিকার, কন্যা শিশু ও শিশুর অধিকার” এই প্রতিপাদ্যের আলোকে গলাচিপা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত ৪ ঠা অক্টোবর ২০২২ উপজেলা প্রশাসনের পরিষদ হলরুমে বেলা ৩টায় বিভিন্ন সরকারি কর্মকর্তা এনজি প্রতিনিধি, প্রতিষ্ঠানিক নারী সংগঠনের উপস্থিতিতে, এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, কৃষি সম্প্রসারণ অফিসার, মোঃ আকরামুজ্জামান, পল্লি উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সুমন, উপজেলা তথ্য আপা ইসমতারা ও গণশিক্ষা প্রকল্পের ব্যবস্থাপক মোঃ সরোয়ার হোসেন ও মহিলা বিষয়ক দপ্তরের জাকিয়া সুলতানা ও মিতু রানী পাল প্রমুখ। আলোচনা সভায় কন্যা শিশুর সার্বিক বিষয়ে গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি ও কলামিস্ট মু: খালিদ হোসেন মিল্টন।
এছাড়া মোসা: রুমা বেগম বক্তব্য দেন। সভায় সভাপতি বলেন, “আজ যে কন্যা শিশু, সে আগামী দিনে নারী। শিশু কন্যাদের সকল পর্যায়ে, সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় সকলকে, নিজ পরিবার থেকে রাষ্ট্রীয়ভাবে গুরুত্ব প্রদানের আহ্বান জানান। সভা শেষে, এক দেশী মিছিল বের করে।