রুপালি জগতে যাত্রা শুরু করে খুব অল্প সময়েই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন রাশমিকা। রূপ আর গুণ দিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এ
কারণে এই অভিনেত্রীকে ভক্তরা ডাকেন ‘এক্সপ্রেশন কুইন’ । শুধু তাই না, রাশমিকাকে ‘ভারতের জাতীয় ক্রাশ’ও বলা হয় ।সবশেষ তেলেগু ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাতে অভিনয় করে ভারতজুড়ে খ্যাতি পেয়েছেন রাশমিকা মান্দানা। এই সিনেমার ‘সামি সামি’ গানে তার নাচ দেখে মুগ্ধ হয়েছেন সবাই।
সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাশমিকা। জানতে চাওয়া হয় অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট সম্পর্কে।
জবাবে তিনি বলেন, প্রথমেই আমার অভিনয় জীবনের প্রথম সিনেমা ‘কিরিক পার্টি’র কথা বলব। এরপর ‘গীতা গোবিন্দম’ আমাকে একজন পারফরমার হিসেবে সবার নজরে নিয়ে আসে। সবশেষে পুষ্পাতে অভিনয় করে একজন অভিনেতা হিসেবে ভারতজুড়ে পরিচিতি পাই।
এই অভিনেত্রী আরও যোগ করেন, আমি কখনোই অভিনেতা ছিলাম না। এখনো নিজেকে খুঁজে ফিরি। পাবলিক ফিগার ধারণা এখনো আমার কাছে নতুন।
‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার অভূতপূর্ব সফলতা নিয়ে কথা বলতে গিয়ে রাশমিকা জানান, আমরা জানতাম আমরা একটি ভালো সিনেমা বানিয়েছি। সফলতার ব্যাপারে আমরা কেউই আগে থেকে কিছু বলতে পারি না। তবে এতটুকু জানতাম সিনেমার কনটেন্ট ভালো এবং এর ফলাফলও ইতিবাচক হবে। এরপর যা ঘটল তাতে তো রীতিমতো ‘ওয়াও’।
৭ অক্টোবর মুক্তি পাবে রাশমিকা মান্দানা অভিনীত প্রথম বলিউড সিনেমা ‘গুডবায়’। বালাজি মোশন পিকচার্স প্রযোজিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নীনা গুপ্তা সহ আরও অনেকে।