সেই সঙ্গে টানা ম্যাচ খেলার ক্লান্তি তো ছিলই। তাই একাদশে ছিল বেশ কয়েকটি পরিবর্তন। তবে জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি তাদের। প্রথমার্ধের ২০ মিনিটে লেভানদোভস্কির করা দারুণ গোলটা ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের দল।
এই নিয়ে টানা পাঁচ ম্যাচ কোন গোল না খেয়েই ম্যাচ জিতে নিলো বার্সা। শেষ ৬ ম্যাচে জয়ের পথে ১৯ গোল করা কাতালান জায়ান্টরা গোল খেয়েছে মোটে একটি।
লিগে টানা ৬ ম্যাচে গোল পাওয়া লেভানদোভস্কি ৯ গোল নিয়ে এই মুহূর্তে লা লিগার সর্বোচ্চ গোলদাতা। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল সংখ্যা ১২।
এই জয়ে ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শির্ষে উঠে গেছে কাতলান জায়ান্টরা। তবে রোববার ওসাসুনার বিপক্ষে জয় পেলে ফের শীর্ষে উঠে যাবে ৬ ম্যাচের প্রত্যেকটিতে জয় পাওয়া রিয়াল মাদ্রিদ। ৬ ম্যাচে লস ব্লাঙ্কোসদের সংগ্রহ ১৮ পয়েন্ট।
৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে মায়োর্কা।