অপেক্ষার প্রহর শেষ হতে চলল। সম্প্রতি মুম্বইয়ে আনুষ্ঠানিকভাবে ঝাঁ চকচকে রিয়্যালিটি শো- ‘বিগ বস ১৬’ এর প্রচার করা হয়েছে। যেখানে সঞ্চালক ছিলেন সালমান খান
নিজেই।‘বিগ বস ১৬’-এর নিয়মকানুন নিয়ে কথা বলার পাশাপাশি তিনি প্রথম প্রতিযোগী ‘তাজিক’ গায়ক আব্দু রোজিকের সঙ্গে সবার আলাপ করিয়ে দেন।‘দবং’ অভিনেতার অবশ্য
এ নিয়ে নিজস্ব মতামতও ছিল। জানান, রিয়্যালিটি শো-এ তারকা প্রতিযোগীদের দেখতে মোটেও ভালো লাগে না তাঁর। ৫৬ বছরের অভিনেতা বলে ওঠেন, ‘আমার ভীষণ রাগ ধরে,
যখন দেখি মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন প্রতিযোগীরা। দর্শক তো কেবল সেটুকুই দেখেন যেটুকু আমরা দেখাই। কিন্তু এক ঘণ্টার শো-তে কত কিছুই যে কাটছাঁট করতে হয় সম্পাদনায়!
মাঝেমাঝে সত্যিই বিরক্ত লাগে যখন তারকাদের রোয়াব সামলাতে হয় আমাকেই। সেগুলো তো সম্প্রচারিত হবে না!’