রাসুল (সা.) বলেছেন, তোমাদের কারো ওপর কোনো বিপদ এলে অবশ্যই এই দোয়া পড়বে। (তিরমিজি, হাদিস : ৩৫১১)
দোয়া : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা ইনদাকা আহতাসাবতু মুসিবাতি ফা-জুরনি ফিহা ওয়া আবদিলনি মিনহা খইরা।
বাংলা অর্থ : নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলার এবং আমাদের অবশ্যই তাঁর দিকে ফিরে যেতে হবে। হে আল্লাহ! তোমার কাছে আমি আমার বিপদের প্রতিদান চাই।অতএব, তুমি
আমাকে এর প্রতিদান দাও এবং এর বিনিময়ে ভালো কিছু দান করো।
মহান আল্লাহ তা’আলা সকল মুমিনকে নিরাপদ থাকার তাওফিক দান করুন। আমিন।