পটুয়াখালীর গলাচিপায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ও দুর্গোৎসব ২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃমহিউদ্দিন হেলাল (অতিঃদাঃ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ শাহিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এম আর শওকত আনোয়ার ইসলাম, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি ও গলাচিপা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমিত কুমার দত্ত, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, চিকনিকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ রায়।
এসময় উপস্থিত ছিলেন গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ি কমিটির সভাপতি দিলীপ বনিক,গলাচিপা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল সাহা।এ ছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নের পূজা ম-প কমিটির সভাপতি /সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সরকার নির্ধারিত প্রতিটি পূজা ম-পে ৫টি সিসি ক্যামেরা লাগানো সহ শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠুভাবে পূজা উদযাপনের বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।
এ বছর উপজেলায় মোট ২৯টি পূজা ম-পে শারদীয় দুর্গা পূজা উদযাপন করা হবে।