পিএসজি থেকে চলতি মৌসুমেই ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে নাম লেখান আনহেল ডি মারিয়া। ক্লাবটির হয়ে অভিষেক ম্যাচে গোলের দেখাও পেয়ে যান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে ওই ম্যাচেই ইনজুরিতে পড়েন ডি মারিয়া।
ইনজুরি থেকে ফেরার পর এ সপ্তাহে লিগে মনৎসার বিপক্ষে আবার জুভেন্টাসের একাদশে দেখা যায় ডি মারিয়াকে।
তবে চোট কাটিয়ে মাঠে ফেরাটা সুখকর হয়নি তার জন্য। সদ্য সেরি আয় প্রমোশন পাওয়া ক্লাবটির কাছে জুভেন্টাস ম্যাচ হেরেছেই, তুরিনের বুড়িরা গোল হজমের আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ডি মারিয়াকে।
মনৎসার আর্মান্দো ইৎজোকে কনুই মেরে লাল কার্ড দেখেন ডি মারিয়া। কনুই মারার শাস্তি এক লাল কার্ডেই শেষ হচ্ছে না এই ফরোয়ার্ডের। নতুন করে তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। ভাগ্যিস ইৎজো সেভাবে আহত হননি। নইলে আরও বড় শাস্তি জুটত ডি মারিয়ার কপালে।
ডি মারিয়ার সময়টা যেমন ভালো কাটছে না, তেমনি জুভেন্টাসও কিছুতে ঘুরে দাঁড়াতে পারছে না। লিগে ৭ রাউন্ড শেষে লিগে জুভেন্টাসের অবস্থান অষ্টম। পয়েন্ট মাত্র ১০। অমতাবস্থায় ডি মারিয়ার লাল কার্ড দলটির নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষ হওয়ার আগে আর কোনো ম্যাচ নেই জুভেন্টাসের।
আগামী ২ অক্টোবর ঘরের মাঠে বোলোনিয়ার বিপক্ষে ও ৮ অক্টোবর তুরিনে এসি মিলানে বিপক্ষে এই উইঙ্গারকে পাবে না ক্লাবটি।