চলমান ২০২২ সালের এসএসসি পরীক্ষায় গণিত, পদার্থ বিজ্ঞান, কৃষি বিজ্ঞান ও রসায়ন পরীক্ষা স্থগিত করেছে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বুধবার (২১ সেপ্টেম্বর) বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে জানানো হয়, ২০২২ সালের চলমান এসএসসি পরীক্ষায় গণিত (১০৯), পদার্থ বিজ্ঞান (১৩৬), কৃষি বিজ্ঞান (১৩৪) ও রসায়ন (১৩৭) বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। স্থগিত বিষয়গুলোর পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।অন্যান্য পরীক্ষা আগের সময়সূচি অনুযায়ীই চলবে বলে চিঠিতে বলা হয়।