আগামী ১ শুরু হতে যাচ্ছে মেয়েদের এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ-২০২২। মেয়েদের এশিয়া কাপের এবারের আয়োজক বাংলাদেশ। মেয়েদের এশিয়া কাপের অষ্টম আসরের সবগুলো ম্যাচই হবে সিলেটে।
আসর চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।যেখানে বাংলাদেশসহ টুর্নামেন্টে অংশ নেবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। রাউন্ড বইন পদ্ধতিতে গ্রুপ পর্বে খেলা হবে। এরপর শীর্ষ চারটি দল খেলবে সেমিফাইনাল। আগামী ১৫ অক্টোবর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।
আসরের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। নিজেদের প্রথম ম্যাচে সালমা-জ্যোতিরা মুখোমুখি হবে থাইল্যান্ডের। এরপর ৩ অক্টোবরে পাকিস্তানের মুখোমুখি হবে মেয়েরা। মেয়েদের গ্রুপপর্বের শেষ ম্যাচ আগামী ৮ অক্টোবর। যেখানে ভারতের বিপক্ষে মাঠে নামবে মেয়েরা।
এশিয়া কাপের সূচি:
তারিখ ম্যাচ ভেন্যু সময়
১ অক্টোবর বাংলাদেশ বনাম থাইল্যান্ড, সিলেট আউটার ক্রিকেট স্টেডিয়াম, সকাল ৯টা।
১ অক্টোবর ভারত বনাম শ্রীলঙ্কা, সিলেট আউটার ক্রিকেট স্টেডিয়াম, দুপুর দেড়টা।
২ অক্টোবর পাকিস্তান বনাম মালয়েশিয়া, সিলেট আউটার ক্রিকেট স্টেডিয়াম সকাল ৯টা।
২ অক্টোবর শ্রীলঙ্কা বনাম সংযুক্ত আরব আমিরাত, সিলেট আউটার ক্রিকেট স্টেডিয়াম দুপুর দেড়টা।
৩ অক্টোবর পাকিস্তান বনাম বাংলাদেশ, সিলেট আউটার ক্রিকেট স্টেডিয়াম, সকাল ৯টা।
৩ অক্টোবর ভারত বনাম মালয়েশিয়া, সিলেট আউটার ক্রিকেট স্টেডিয়াম, দুপুর দেড়টা।
৪ অক্টোবর শ্রীলঙ্কা বনাম থাইল্যান্ড, সিলেট আউটার ক্রিকেট স্টেডিয়াম, সকাল ৯টা।
৪ অক্টোবর ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, সিলেট আউটার ক্রিকেট স্টেডিয়াম, দুপুর দেড়টা।
৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত বনাম মালয়েশিয়া, সিলেট আউটার ক্রিকেট স্টেডিয়াম, দুপুর দেড়টা।
৬ অক্টোবর পাকিস্তান বনাম থাইল্যান্ড, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সকাল ৯টা
৬ অক্টোবর বাংলাদেশ বনাম মালয়েশিয়া, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুপুর দেড়টা।
৭ অক্টোবর থাইল্যান্ড বনাম সংযুক্ত আরব আমিরাত, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সকাল ৯টা।
৭ অক্টোবর ভারত বনাম পাকিস্তান, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুপুর দেড়টা।
৮ অক্টোবর শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সকাল ৯টা।
৮ অক্টোবর ভারত বনাম বাংলাদেশ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুপুর দেড়টা
৯ অক্টোবর থাইল্যান্ড বনাম মালয়েশিয়া, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সকাল ৯টা।
৯ অক্টোবর পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুপুর দেড়টা।
১০ অক্টোবর শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সকাল ৯টা।
১০ অক্টোবর ভারত বনাম থাইল্যান্ড, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুপুর দেড়টা।
১১ অক্টোবর বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাত, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সকাল ৯টা।
১১ অক্টোবর পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুপুর দেড়টা।
১৩ অক্টোবর সেমিফাইনাল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সকাল ৯টা।
১৩ অক্টোবর সেমিফাইনাল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুপুর দেড়টা।
১৫ অক্টোবর ফাইনাল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুপুর দেড়টা।