ভারতের কেরালা রাজ্যের অটো ড্রাইভার অনুপ। রোববার ২৫ কোটি রুপির ওনাম বাম্পার লটারি জিতলেন তিনি। মজার বিষয় হলো শনিবারই লটারির টিকেটটি কেটেছিলেন অনুপ। আর রবিবারই
হয়ে গেলেন কোটিপতি।
কাগজে কলমে ২৫ কোটি টাকার লটারি জিতলেও হিসাব মতো করসহ অন্যান্য বিষয়ে কাটার পর ১৫ কোটি টাকা হাতে পাবেন অনুপ। তিনি বলেন, ‘ব্যাঙ্ককে ফোন করে জানিয়ে দিয়েছি যে আমার আর লোনের দরকার নেই। আমি মালয়েশিয়াও যাব না। এই টাকা দিয়ে পরিবারের জন্য আগে একটা বাড়ি বানাব। তার পর সবকিছু। ’
২২ বছর ধরে লটারি কিনছেন অনুপ। পুরস্কারও পেয়েছেন দুই-একবার। তবে সেই অর্থের পরিমাণ ৫০০০ রুপির বেশি নয়। তার ভাষায়, ‘আমি ভাবিনি লটারি জিতব, আমি টিভিতে লটারির ফলও দেখিনি। দেখলাম ফোনে মেসেজ এসেছে। দেখলাম আমি জিতেছি। আমি বিশ্বাস করিনি, আমার স্ত্রীকেও দেখালাম। সেই নিশ্চিত করল এটা বিজয়ী নাম্বার। ’