ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি মা হচ্ছেন। মা হওয়ার খবর নায়িকা নিজেই জানিয়েছেন। সন্তানসম্ভবা মাহি এবার জানালেন তার কন্যা সন্তান হলে নাম রাখবেন ‘ফারিশতা’।
মাহি অভিনীত সিনেমা ‘যাও পাখি বলো তারে’ মুক্তির অপেক্ষায় রয়েছে।সিনেমাটির মুক্তি উপলক্ষে গতকাল শনিবার রাতে এফডিসিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে স্বামী রাকিব সরকারসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন মাহি। এ সময় মাহি জানান, ‘এটা একটা আনন্দের খবর। আমরা আনন্দের খবরগুলো কেন লুকিয়ে রাখি জানিনা। আমার মনে হয়েছে, এত বড় সুখবর আমি লুকিয়ে রাখতে চাই না। যদিও বাসার সবাই বলেছিলো, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বলা যায় না। বলা ঠিক না। কিন্তু আমার কাছে মনে হয়েছে না, বলে দিই। ‘
তিনি বলেন, ‘এই অনুভূতি বলে বুঝানো যাবে না। প্রথম তো! তবে আব্বু, আম্মু, ওর (রাকিব) যত্নে বুঝতে পারছি, কিছু একটা হতে যাচ্ছে। ‘
সন্তানের নাম প্রসঙ্গে জানতে চাইলে মাহি বলেন, ‘আমার মেয়ে হলে নাম রাখবো ফারিশতা। ছেলে হলে এখনও ঠিক করিনি। আমি জানি, আমার মেয়েই হবে ইনশাআল্লাহ। ‘
এর আগে গত সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়ে ফেসবুক স্ট্যাটাসে মাহি লেখেন, ‘আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিনরাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ, আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ‘
গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ।