ঢাকার মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচিতে হামলা ও বাধার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ করেন স্থানীয় নেতাকর্মীরা। রোববার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা। বক্তৃতা দেন, জেলা বিএনপির আহ্বায়ক আমীমর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।
এসময় বক্তারা বলেন, হামলা-মামলা করে বিএনপিকে রাজপথের আন্দোলন থেকে উচ্ছেদ করা যাবে না। বিএনপি রাজপথে থাকবে ও নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করবে।