চলতি বছরে বাজেট সহায়তায় ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। স্বল্প সুদে দশমিক ৫০ শতাংশ ঋণ পাবে বাংলাদেশ। যা পরিশোধ করতে পারবে ১৮ বছরে। তবে পরিশোধের সময় বাড়ানোরও সুযোগ আছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে এক বৈঠক শেষে এমনটা জানান এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং।
এ সময় তিনি বলেন, ‘করোনার পর অর্থনৈতিক পুনরুদ্ধারে বাংলাদেশ কিছুটা চ্যালেঞ্জে পড়লেও সঠিক সময়ে নীতিগত সিদ্ধান্ত আর অর্থ ছাড়ে তা সামাল দেওয়া গেছে। কিন্তু আসছে দিনগুলোতে বৈশ্বিক মন্দার পরিপ্রেক্ষিতে আরও কৌশলী হওয়ার প্রয়োজন পড়বে। ’
এ সময় পরিকল্পনামন্ত্রী জানান, এডিবি থেকে যে অর্থ ছাড়ের বিষয়ে আলোচনা হচ্ছে তা চাওয়া মাত্র মিলবে, কিন্তু শর্ত কী হবে বা বাংলাদেশের পক্ষে কতোটুকু ইতিবাচক হবে সেটা নিয়ে যাচাই-বাছাই করা হবে।