নিজেদের মাটিতে টি২০ বিশ্বকাপ ধরে রাখার মিশনে নামার আগে ভারতে খেলতে যাবে অস্ট্রেলিয়া। তবে তিন ম্যাচের এই টি২০ সিরিজে বিশ্বকাপ দলে থাকা তিন তারকা ক্রিকেটারকে পাচ্ছে না অসিরা। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন পেসার মিচেল স্টার্ক, অলরাউন্ডার মিচেল মার্শ এবং মার্কোস স্টয়নিস।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেললেও ভারত সফরে আসার আগে হাঁটুতে চোট পেয়েছেন স্টার্কমার্শ তো চোটের কারণে জিম্বাবুয়ের বিরুদ্ধে শেষ দুটি ওয়ানডে ম্যাচ খেলতে পারেননি। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ মিস করেন তিনি। স্টয়নিস চোট পান নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে।
এই তিন ক্রিকেটারের বদলে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া দলে নেওয়া হয়েছে নাথান ইলিস, ড্যানিয়াল শামস এবং শন অ্যাবটকে। মোহালিতে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি২০ সিরিজ শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর। সিরিজের শেষ দুই ম্যাচ হবে ২৩ এবং ২৫ সেপ্টেম্বর। দ্বিতীয় টি২০ ম্যাচটি হবে নাগপুরে। শেষটির ভেন্যু হায়দরাবাদে।
ভারতের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নারকে আগেই বিশ্রাম দিয়েছিল অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিনকে টি২০ সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দলের সঙ্গে ভারতে আসা দলের বিস্তর ফারাক থাকবে।