খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত এবং তারেক রহমান দণ্ডিত আসামি। আইনের দৃষ্টিতে তারা নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার নিজ বাসভবনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত এবং তারেক রহমান তো দুর্নীতির মামলায় দণ্ডিত পলাতক আসামি।রাজনীতি না করার শর্তে তিনি (তারেক রহমান) মুচলেকা দিয়ে দেশ থেকে পালিয়েছেন। পলাতক আসামি কীভাবে বিএনপির নেতা হয়?
তিনি আরও বলেন, আওয়ামী লীগ নয়, প্রকৃতপক্ষে বিএনপিই দেশ-বিদেশে স্বীকৃত সন্ত্রাসী দল। কানাডার আদালতে তা প্রমাণিত।
বিএনপি পরাজয়ের ভয়ে নির্বাচনে আসতে চায় না বলে মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ কখনো খালি মাঠে গোল দিতে চায় না। আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চায়। আর বিএনপি হারার ভয়ে ভোট করতে চায় না।