নারায়ণগঞ্জের কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘বাস রুট রেশনালাইজেশনের আওতায় এই টার্মিনাল নির্মাণ করা হবে। ’
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তাপস জানান, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বাস থামবে সেখানে।
দুই বছরের মধ্য কাজ সম্পন্ন করা হবে।
মেয়র বলেন, ‘কেরানীগঞ্জ, গাজীপুরসহ ঢাকার বাইরে অন্যান্য প্রান্তে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেলেও দক্ষিণ সিটি করপোরেশন শঙ্কামুক্ত রয়েছে। তবে টানা বৃষ্টির কারণে এডিস মশার বিস্তার বেড়ে জেতে পারে। ’ তবে এটা আশঙ্কাজনক পর্যায়ে যাবে না বলেও মন্তব্য করেন তিনি।