বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ স্বাধীনতা ফাউন্ডেশন। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনটি।
এ সময় সংগঠনের আহ্বায়ক বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশ এবং বঙ্গবন্ধু একই সূত্রে গাঁথা। ইতিহাস থেকে আমাদের জানতে হবে বঙ্গবন্ধু সম্বন্ধে এবং নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে হবে, সেটাই হবে আমাদের মূল উদ্দেশ্য।
এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাঃ সহিদুল্লাহ শিকদার, জনাব সাইদুর রহমান সজল, সাবেক সচিব শ্রী অশোক মাধব রায়, সদস্য সচিব শ্রী নারায়ণ সাহা মনি, সদস্যদের মধ্যে সাবেক সচিব ও এম্ব্যাসেডর শ্রী জিষ্ণু রায় চৌধুরী, বাংলাদেশে বেলারুশের অনারারী কনসাল শ্রী অনিরুদ্ধ কুমার রায়, অধ্যক্ষ বেদারউদ্দিন আহমেদ এবং সৌমিক আহম্মেদ অনিক।