ভারতের অন্যতম জনপ্রিয় কমেডি শো ‘দ্যা কপিল শর্মা কমেডি শো’। অনুষ্ঠানের প্রতিটা চরিত্রই যেন দর্শকদের কাছে আলাদাভাবে পরিচিত। কপিল শর্মার শো মানেই ভারতী, চান্দু, ক্রুষ্ণার অদ্ভুত সব কাণ্ড, সেইসাথে দমফাটানো হাসির ডায়লগ। কিন্তু হুট করেই শোনা গেলো অন্য কথা।
আনন্দবাজার জানিয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর আসছে ‘দ্য কপিল শর্মা’-র নতুন সিজন। কিন্তু তার আগে কপিলের শো থেকে সরে যাচ্ছেন ভারতী সিং-সহ একাধিক অভিনেতা। কপিলের শোয়ের নতুন সিজনে নিয়মিত দেখা যাবে না ‘কমেডি কুইন’ ভারতী সিংকে। ভারতী জানান, তিনি একটা ছোট বিরতিতে আছেন। কিন্তু নিয়মিত থাকতে পারবেন না। সেইসাথে তার ছোট বাচ্চার কথাও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে শো থেকে পুরোপুরি সরে যাচ্ছেন কমেডিয়ান ক্রুষ্ণা অভিষেক। চুক্তি সংক্রান্ত কিছু সমস্যার জন্য নতুন সিজনে তিনি থাকছেন না বলে জানিয়েছেন অভিনেতা। একইসাথে কপিলের শোয়ের নতুন সিজনে দেখা যাবে না ‘চান্দু চায়েওয়ালা’কেও। ছোট বিরতির জন্য এই শোয়ে থাকবেন না বলে জানিয়েছেন চান্দুর চরিত্রাভিনেতা চন্দন প্রভাকর।
‘দ্যা কপিল শর্মা শো’-এর নতুন সিজনে থাকবেন অর্চনাপূরণ সিংহ, সিদ্ধার্থ সাগর, সুমনা চক্রবর্তী।