এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে রাজধানীর ধানমন্ডি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসান।
বৃহস্পতিবার সকাল ১০টায় ধানমন্ডি লেকপাড় থেকে এ অভিযান শুরু হয়। এসময় আশেপাশের বাসা-বাড়ি ও নির্মাণাধীন ভবনে ফাঁকা প্লট, ড্রেন ঝোঁপঝাড়ে এডিস মশা নির্মূলে ঔষধ ছিটানোসহ কয়েক যায়গায় ডেঙ্গু মশার লার্ভা পাওয়ায় জরিমানা আদায় করা হয়।
এসময় ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসান বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডকে উচ্চ ও মধ্যম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেসব ওয়ার্ডে নিয়মিত অভিযান পরিচালনা করছেন তারা।
এসময় স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে ধানমন্ডি ১৫ নাম্বার ওয়ার্ডকে মধ্যম মাত্রার ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানানো হয়।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বলেন, অভিযানের পাশাপাশি এডিস মশা নির্মূলে জনসাধারণকে সচেতন করছেন তারা।