ভারতীয় ক্রিকেট তারকাদের সঙ্গে বলিউড কুইনদের প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। তবে যা রটে তার কিছু তো বটেই। বিরাট-আনুষ্কা দম্পতি যার প্রমাণ। কিছুদিন ধরে বাতাসে
কান পাতলেই শুনা যাচ্ছে ভারতীয় ওপেনার কেএল রাহুল মজেছেন অভিনেত্রী আথিয়া শেঠির প্রেমে।খুব শিগগিরই নাকি বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনাও করছেন তারা।
এসব গুঞ্জন কানে গিয়েছে আথিয়ার। বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘এখনই এত তাড়াতাড়ি বিয়ের পরিকল্পনা করছেন না তিনি। মজার ছলে বলেছেন বিয়ে আমাদের নয়, তবে আমি নিশ্চিত তিন মাসের মধ্যে অনেক বিয়ের নিমন্ত্রণ পাব। ’
পারিবারিক ভাবেই বিয়ের কথা হচ্ছে দুই তারকার। আগামী শীতেই বিয়ে হওয়ার কথা রয়েছে তাদের। বিশ্বকাপ শেষে বিয়ের পরিকল্পনা করবেন রাহুল। এরইমধ্যে বিয়ের পর কোথায় ওঠবেন ঠিক হয়েছে সেটিও। জানা যাচ্ছে রণবীর-আলিয়া দম্পতির মুম্বাইয়ের পালি হিল নামক স্থানে বাড়ির দুটো বাড়ি পরই সান্ধু প্যালেস আবাসনে উঠতে পারেন তারা। সেখানেই ঘর বাধবেন তারকা যুগল।
গত তিন বছর ধরেই গোপনে প্রেম করছেন রাহুল-আথিয়া। ‘তড়প’ সিনেমার প্রিমিয়ারে সম্পর্কের কথা ভক্তদের জানান তারা। এছাড়াও বিভিন্ন সময় তাদের এক সাথে দেখা গেছে। বর্তমানে রাহুল এশিয়া কাপে ও আথিয়া একটি ওয়েব সিরিজে কাজ করছেন।