ওপার বাংলার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র বরাবরই স্পষ্টভাষী। সোজাসুজি কথা বলতে ভালোবাসেন। প্রতিনিয়ত আসছেন পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বলছেন অকপটে নিজের মনের ডায়েরির সকল কথা। এবারও তার ব্যতিক্রম হলো না।
নিজেকে নিয়ে আর বিতর্কে জড়াতে চান না তিনি। সব ছেড়ে বনবাসে যাওয়ার কথা ভাবছেন অভিনেত্রী।
শ্রীলেখা বলেন, জীবনে আর বিতর্ক চাই না। যথেষ্ট বয়স হয়েছে। ভেবেছি, এবার বনবাসে যাব।
তিনি আরও বলেন, যতদিন আছি, ততদিন কী পোস্ট করলাম, কী জামা-কাপড় পরলাম, কী খেলাম, কী পান করলাম, কার সঙ্গে ছবি দিলাম- সেটা আমার ব্যাপার। আমার ফেসবুক ওয়ালে যা ইচ্ছা করব। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভুলেও তা দেখবেন না। স্বামী-স্ত্রী নিয়ে সুখে-অসুখে থাকুন। আমাকে আমার মতো থাকতে দিন।
অভিনেত্রীর ভাষ্য, জীবন একটাই, তা আনন্দে কাটান। আমাকে ক্ষ্যামা দিন। ওম শান্তি।