সুনামগঞ্জের জগন্নাথপুরে টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজন্ড রুলার ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকার-২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ২ মাস ব্যাপি ভ্রাম্যমান কম্পিউটার বেসিক ও নেটওয়াকিং বিষয়ক সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার ( ৩সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাজিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের টেকার-২য় প্রকল্পের প্রকল্প পরিচালক যুগ্ম সচিব আব্দুল লতিফ মোল্লা।
আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রদীপ কুমার দেব, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন প্রমুখ। এ সময় টেকার-২য় প্রকল্পের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও প্রশিক্ষণে অংশগ্রহন করা শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারন উপস্থিত ছিলেন।