জামালপুর জেলা ইলেকট্রিক দোকান মালিক সমিতির আলোচনা সভা ও অনাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে নবাগত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
২ সেপ্টেম্বর শুক্রবার রাতে স্থানীয় শহরের স্টেশন রোড হোটেল সেতুলীর হল রুমে এ আলোচনা সভা ও নবাগত পূর্ণাঙ্গ কমিটি গঠন করার আয়োজন করেন জামালপুর ইলেকট্রিক দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ।
কমিটি গঠন করা পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করেন, আলোচনা শেষে জামালপুর জেলা ইলেেকট্রিক দোকান মালিক সমিতির সকল নেতৃবৃন্দের সমন্বয়ে নবাগত কমিটিতে সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান খান, সিনিয়র সহসভাপতি শামিমুর রহমান শিমুল, সহসভাপতি মীর হাবিব আলী বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, ইউসুফ আলী বাবুল,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, মোঃ হাসান আল- মাহীন,কোষাধ্যক্ষ হাবিবুর রহমান হান্নান, প্রচার সম্পাদক আরিফ হোসেন সোহেল, দপ্তর সম্পাদক গোলাম রাব্বানী জনি,ধর্ম বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান শরীফ,কার্যকরী সদস্য মোঃ আনোয়ার হোসেন সুলতান, সামিউর রহমান বাবুল, জাকিউল আলম,উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ আনছার আলী চৌধুরী, আব্দুল জব্বার বাবুল,গোলাম মোস্তফা, হাবিবুর রহমান, আব্দুল কাদের কে দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এসময় জামালপুর জেলা ইলেকট্রিক মালিক সমিতির নেতৃবৃন্দ- দোকান মালিকরা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।