বোলাররা, বিশেষ করে রায়ান বার্লের ঘুর্ণিতে অস্ট্রেলিয়াকে ১৪১ রানে বেঁধে রেখে জিম্বাবুয়ে ইতিহাস গড়ার পথটা আগেই তৈরি করে ফেলেছিল। নড়বড়ে ব্যাটিং একটু শঙ্কা জাগাল বটে, তবে শেষমেশ শেষ হাসিটা সফরকারীরা জিম্বাবুয়েই হাসল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে শনিবার (৩ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়েছে আফ্রিকা মহাদেশের দেশ জিম্বাবুয়ে। যা ওয়ানডে ক্রিকেটে অজিদের বিপক্ষে জিম্বাবুয়ের তৃতীয় জয়।
প্রথম দুই ওয়ানডেতে হেরে সিরিজ খুইয়েছে। তবে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে অস্ট্রেলিয়াকে চমকে দিল জিম্বাবুয়ে। টাউন্সহিলে টস জিতে বোলিং নিয়ে রায়ান বার্লের ঘূর্ণিতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৪১ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
অসিদের আরও বড় লজ্জা থেকে বাঁচিয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। একটা প্রান্ত ধরে রেখে ৯৬ বলে ৯৪ রানের ইনিংস খেলেন তিনি। বাকিরা মিলে করেছেন মাত্র ৩৮ রান। অতিরিক্ত থেকে আসে ৯।
ওয়ার্নারের সঙ্গে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল গ্লেন ম্যাক্সওয়েল। ২২ বলে ১৯ রান করেন এই অলরাউন্ডার। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৫, স্টিভেন স্মিথ ১, অ্যালেক্স কারে ৪, মার্কাস স্টয়নিস আউট হন মাত্র ৩ করে। ৩১ ওভারেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের লেগস্পিনার রায়ান বার্ল মাত্র ১০ রানে নেন ৫ উইকেট। ২ উইকেট শিকার পেসার ব্রাড ইভান্সের।
জবাবে মাত্র ১৪২ রান তাড়া করতে নেমে ভালো সূচনা করে জিম্বাবুয়ের দুই ওপেনার। তবে ওপেনিং জুটি ভাঙার পর একে একে পাঁচ উইকেট তুলে নেয় অজি বোলাররা। জিম্বাবুয়ের হয়ে মারুমানি ৩৫ ও কাইটানো ১৯ রান করেন। তবে দলের অধিনায়ক চাকাভার অপরাজিত ৩৭ রানই দলের জয়ে বিরাট ভূমিকা রাখে। অস্ট্রেলিয়ার হয়ে তিন উইকেট পেয়েছেন জোশ হ্যাজেলউড।
ওয়ানডেতে এখন পর্যন্ত এই দুই দল মুখোমুখি হয়েছে ৩৩ বার। যার মধ্যে ২৯ বার জয় পেয়েছে অস্ট্রেলিয়া। আর জিম্বাবুয়ের জয় তিন ম্যাচে। এক ম্যাচে কোন ফল আসেনি। শেষবার ২০১৪ সালে হারারেতে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়েছিল জিম্বাবুয়ে।