সরকারের উদ্দেশ্যে বিএনপিনেতা ওয়ারেছ আলী মামুন গুম,খুনের সরকার বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবেনা
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, বর্তমান সরকার গুম, খুন ও নির্যাতন করে দেশে অস্থিরতা সৃষ্টি করেছে। দেশে গুম, খুন ও নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, এই সরকার বিএনপিনেতাকর্মীদের গুম করে তাদের নির্যাতন করে বিএনপিকে দমিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে।
“ফিরিয়ে দাও আমাদের হারিয়ে যাওয়া স্বজনদের” এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ৩০ আগষ্ট মঙ্গলবার দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপিনেতা শাহ্ ওয়ারেছ আলী মামুন আরও বলেন, বিএনপির অসংখ্য নেতাকর্মীদের গুম করা হয়েছে। তাদের কোন হুদিস নেই।
তিনি সরকারকে হুশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, বিএনপিনেতাদের যত গুম ও নির্যাতন করা হোকনা কেন আগামী দিনে সরকার পতন করতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও এই অবৈধ সরকারকে ক্ষমতার মস্তক থেকে নামিয়ে আনতে হবে। তিনি সরকার পতনের আন্দোলনে বিএনপিসহ সকল নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান।
জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি সফিউর রহমান সফি, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব,মাইন উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ,জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম রফিক,জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোঃ আব্দুস সোবহান, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন প্রমুখ।
এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এতে অংশ গ্রহণ করেন।